স্ট্যামফোর্ডের উপ উপাচার্য হলেন অধ্যাপক ইউনুছ

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. ইউনুছ মিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2022, 12:25 PM
Updated : 23 Jan 2022, 12:25 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ইউনুছ ২০০৫ সাল থেকে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  এনভায়রনমেন্টাল সায়েন্স ও রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত ছিলেন। বিভাগের সভাপতি ছাড়াও তিনি লাইফ সায়েন্স অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

ইউনুছ মিয়া ১৯৮৯ সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।

তিনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি জাপানের ওকিনাওয়ার রিউকিউস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং টোকিও ইউনিভার্সিটি অব ফিশারিজ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।