শাবির আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2022 05:55 PM BdST Updated: 21 Jan 2022 08:32 PM BdST
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসতে চান শিক্ষামন্ত্রী দীপু মনি।
শুক্রবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নতুন পাঠ্যক্রম নিয়ে এক পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিষয়ে আমরা হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু শিক্ষার্থীরা অনশন করছেন। আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, তারা ভালো আছেন। কারও কোনো আশঙ্কাজনক অবস্থা নেই, সবাই সুস্থ আছেন।
“যারা এখনও অনশন চালিয়ে যাচ্ছেন, তাদের তিন জনকে স্যালাইন দেওয়া হচ্ছে। তাদের সঙ্গেও আমি কথা বলেছি। আমি চাই, তাদের একটি প্রতিনিধি দল আসলে তাদের সঙ্গে আমি কথা বলব। তারাও আসতে চাইছেন।”
আলাপ-আলোচনার মাধ্যমেও যে কোন সঙ্কট মোকাবেলা করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষক সমিতির নেতাদের সঙ্গেও আলোচনা করার কথা জানিয়ে দীপু মনি বলেন, “আমি মনে করি, সেখানে শিক্ষার পরিবেশ যেন ভালো থাকে, সে কারণে তাদের সঙ্গে আলোচনা করতে চাই।
“আমাদের নেতারা আজও গেছেন। শিক্ষক নেতাদের সঙ্গে কথা হয়েছে। আশা করছি তারাও আসবেন এবং আমরা সামনাসামনি বসে এই সমস্যার সমাধান করব।”
শাবিতে বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা।
এরপর গত রোববার আন্দোলনরত শিক্ষার্থীরা আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
এ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন আরও ব্যাপকতা পায় যখন পরদিন সোমবার বিকালে ক্যাম্পাসে পুলিশ মোতায়েনের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশের লাঠিপেটাকে কেন্দ্র করে।
ওইদিন ধাওয়া-পাল্টার এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শিক্ষার্থী ও কর্মকর্তাসহ অন্তত অর্ধশত আহত হন।
এ ঘটনার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এ নির্দেশনা উপেক্ষা করে উল্টো উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
ওই ঘটনায় পুলিশ ‘গুলি বর্ষণ ও হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগে’ অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে।
আর শিক্ষার্থীরা উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশন শুরু করে, যা শুক্রবার তৃতীয় দিনে গড়িয়েছে।
অনশনকালে ২৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে আট জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং বাকিদের স্যালাইন পুশ করা হয়েছে বলে শুক্রবার সকালে পদার্থবিজ্ঞান বিভাগের (২০১৮-২০১৯) সেশনের শিক্ষার্থী অনশনরত শাহেরিয়ার আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
আরও পড়ুন:
শাবিতে অনশনের তৃতীয় দিনে অসুস্থ ২৩ শিক্ষার্থী, হাসপাতালে ৮
শাবিতে অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ ৩ শিক্ষার্থী
উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে শাবি শিক্ষার্থীরা
শাবি উপাচার্যের অপসারণে খোলা চিঠি রাষ্ট্রপতিকে
শাবি উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অনড় শিক্ষার্থীরা
ভিসি ফরিদের পদত্যাগ দাবি শিক্ষক নেটওয়ার্কের
পুলিশের মামলায় আসামি শাবির ৩০০ শিক্ষার্থী
শিক্ষার্থীর উপর হামলায় ‘লজ্জিত’ শাবি শিক্ষক সমিতি
শাহজালালে শিক্ষার্থীদের উপর ‘হামলার’ প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
শাহজালাল বিশ্ববিদ্যালয়: মামলা প্রত্যাহার না হলে ‘কঠোর আন্দোলন’
-
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আবার ইউএস ফুলব্রাইট প্রোগ্রাম চালু
-
‘সালাম না দেওয়ায়’ মারধর ঢাবির হলে, তদন্তে কমিটি
-
স্ট্যামফোর্ডে গ্রীষ্মকালীন ভর্তি মেলা শুরু
-
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
-
আইইউবিতে হয়ে গেল গ্রীষ্মকালীন নবীণবরণ
-
আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
-
সিরাজগঞ্জের কুড়িপাড়া কলেজ এখন ‘মোহাম্মদ নাসিম মডেল কলেজ’
-
সহকর্মীর বিরুদ্ধে গালি, খুনের হুমকির অভিযোগ ঢাবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যানের
-
ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ: অজ্ঞাতনামা ৩-৪শ জনের বিরুদ্ধে মামলা
-
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আবার ইউএস ফুলব্রাইট প্রোগ্রাম চালু
-
স্ট্যামফোর্ডে গ্রীষ্মকালীন ভর্তি মেলা শুরু
-
‘সালাম না দেওয়ায়’ মারধর ঢাবির হলে, তদন্তে কমিটি
-
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
-
ঢাবির সিনেটে শিক্ষক প্রতিনিধি: নীল ৩২, সাদা ৩
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প