জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস চলবে অনলাইনে

করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা মেনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।  

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2022, 09:03 AM
Updated : 21 Jan 2022, 01:19 PM

শ্রেণিকক্ষে সশরীরে ক্লাস বন্ধ থাকলেও এই সময়ে অনলাইনে পাঠদান চালিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক।

শুক্রবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা গতকালই একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিলাম, যেসব ডিপার্টমেন্টে সংক্রকমণ বেড়েছে, তাদের অনলাইনে পাঠাব। এখন যেহেতু সরকার সিদ্ধান্ত দিয়েই দিয়েছে, আমরাও ফিজিক্যালি না নিয়ে অনলাইনে চলে যাব।"

তবে স্বাস্থবিধি মেনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় দেশের সব স্কুল, কলেজ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার।

বিশ্ববিদ্যালয়গুলোকেও একই ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে শুক্রবার একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।