এক বছরে ৭৪১৪ ব্যাগ রক্তের ব্যবস্থা করেছে বাঁধন ঢাবি জোন
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2022 11:29 PM BdST Updated: 20 Jan 2022 11:29 PM BdST
মহামারীর মধ্যে ২০২১ সালে রোগীদের জন্য ৭ হাজার ৪১৪ ব্যাগ রক্তের ব্যবস্থা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’ ঢাকা বিশ্ববিদ্যালয় জোন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোডিয়ামে বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনাল পরিষদের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুল ধরা হয়।
বিদায়ী সাধারণ সম্পাদক অনুপম সরকার বলেন, ২০২১ সালে ১ হাজার ৩৮৩ জন নতুন সদস্য রক্তদাতা হিসেবে যুক্ত হয়েছেন তাদের সঙ্গে।
এই এক বছরে বাঁধন ঢাবি জোন ৬ হাজার ৫৬৫ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বাঁধন ঢাবি জোনের ১৮টি আবাসিক হল এবং একটি ইনস্টিটিউট ইউনিটের নেতাদের উপস্থিতিতে গত কমিটির সদসরা নতুন নতেৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুডিস্ট স্টাডিজের শিক্ষার্থী মিনহাজ মাহমুদ হিমেল সভাপতি এবং আরবি বিভাগের শিক্ষার্থী গালিব আহমেদ শিশির সাধারণ সম্পাদক হিসেবে ২০২২ সালের কার্যকরী পরিষদের দায়িত্ব নিয়েছেন।
‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগান ধারণ করে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল থেকে যাত্রা শুরু করে বাঁধন।
স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত দেশের অন্যতম বড় এ স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম ছড়িয়েছে দেশব্যাপী।
বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হল এবং একটি ইনিস্টিটিউট ইউনিটসহ বাংলাদেশের ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২টি জোন, ১৩৯টি ইউনিট এবং তিনটি পরিবারের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে বাঁধন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রহমত উল্লাহ অনুষ্ঠানে বলেন, “বাঁধনকে আমি শুধু সংগঠন হিসেবে দেখি না, এটা আমাদের আত্মার বন্ধন। যখনই বাঁধনের শরণাপন্ন হয়েছি, তখনই উপকার পেয়েছি। জীবনের প্রয়োজনে বাঁধন সবসময় প্রস্তুত থাকে।”
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা বলেন, “আশা করছি বাঁধন এগিয়ে যাবে আপন গতিতে, আর্ত মানবতার সেবায়।”
বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনাল পরিষদের বিদায়ী সভাপতি মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক তৌহিদা রশীদ, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সেলিম রেজা, বাঁধনের উপদেষ্টা এসএম কুরবান আলী, বাঁধন ফাউন্ডেশনের সভাপতি রকিব আহমেদ উপস্থিত ছিলেন।
-
সিরাজগঞ্জের কুড়িপাড়া কলেজ এখন ‘মোহাম্মদ নাসিম মডেল কলেজ’
-
সহকর্মীর বিরুদ্ধে গালি, খুনের হুমকির অভিযোগ ঢাবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যানের
-
বিশ্ববিদ্যালয়ের আইসিটি শিক্ষায় ইউজিসির নীতিমালা
-
সিলেটে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের তথ্য সেশন অনুষ্ঠিত
-
সমালোচনার মুখে ঢাবিতে এনায়েতুল্লাহ ট্রাস্ট ফান্ড বাতিল
-
ঢাবি সিনেট নির্বাচনে যৌন হয়রানির অভিযোগ থাকা দুই শিক্ষক
-
ছাদ থেকে পড়ে নিহত জাবি শিক্ষার্থীর কক্ষে ‘সুইসাইড নোট’
-
সম্মাননায় বই কিংবা গাছ কেন নয়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর
-
সিরাজগঞ্জের কুড়িপাড়া কলেজ এখন ‘মোহাম্মদ নাসিম মডেল কলেজ’
-
সহকর্মীর বিরুদ্ধে গালি, খুনের হুমকির অভিযোগ ঢাবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যানের
-
বিশ্ববিদ্যালয়ের আইসিটি শিক্ষায় ইউজিসির নীতিমালা
-
সিলেটে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের তথ্য সেশন অনুষ্ঠিত
-
সমালোচনার মুখে ঢাবিতে এনায়েতুল্লাহ ট্রাস্ট ফান্ড বাতিল
-
ঢাবি সিনেট নির্বাচনে যৌন হয়রানির অভিযোগ থাকা দুই শিক্ষক
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ভুল করে ইরাক আক্রমণকে ‘অযৌক্তিক’ বললেন জর্জ বুশ
- লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…