ঢাবির সূর্যসেন হল থেকে অস্ত্রসহ সাবেক ছাত্র আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2022 01:51 AM BdST Updated: 19 Jan 2022 01:51 AM BdST
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হল থেকে অস্ত্রসহ সাবেক এক ছাত্রকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
আল আমিন খান রিজন নামে ওই যুবক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন বলে হলের শিক্ষার্থীরা জানিয়েছে।
মঙ্গলবার
মধ্যরাতে সূর্যসেন হলের ১০২ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে রিজনকে আটক করে
হল কর্তৃপক্ষ।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মকবুল হোসেন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “গোপন সংবাদের ভিত্তিতেই
আমরা হল প্রশাসন তার রুমে অভিযান চালিয়ে তার রুম থেকে একটি পিস্তল, হকিস্টিক, রডসহ
তাকে আটক করি।
“বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আটকের পর তাকে প্রক্টরিয়াল টিমের হাতে দেওয়া হয়েছে। তারা তাকে থানায় হস্তান্তর করেছে। হল প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।”
রিজন
বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনে ফিনান্স বিভাগে ভর্তি হন। পরে ২০১৫-১৬ সেশনে
পুনঃভর্তি হন। ২০১৬-১৭ সেশনে পুনঃভর্তির আবেদন করলেও আর ভর্তি হননি। তবে তিনি সূর্যসেন
হলের ১০২ নম্বর রুমে থাকতেন।
হলের শিক্ষার্থীরা জানায়, রিজনকে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী
হিসেবে চিনতেন তারা। হলের সভাপতি পদপ্রার্থী পরিচয় দিয়ে আশপাশের দোকানে ‘চাঁদাবাজি’ করতেন তিনি।
এবিষয়ে কথা বলতে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খানকে একাধিকবার ফোন করেও তার সঙ্গে
যোগাযোগ করা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, “চারটি
অভিযোগের ভিত্তিতে তাকে (রিজন) আটক করে থানায় দেওয়া হয়েছে। তা হল অবৈধভাবে
হলে থাকা, অস্ত্র দেখিয়ে মানুষদের ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, ছিনতাই।”
-
আইইউবিতে হয়ে গেল গ্রীষ্মকালীন নবীণবরণ
-
আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
-
সিরাজগঞ্জের কুড়িপাড়া কলেজ এখন ‘মোহাম্মদ নাসিম মডেল কলেজ’
-
সহকর্মীর বিরুদ্ধে গালি, খুনের হুমকির অভিযোগ ঢাবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যানের
-
বিশ্ববিদ্যালয়ের আইসিটি শিক্ষায় ইউজিসির নীতিমালা
-
সিলেটে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের তথ্য সেশন অনুষ্ঠিত
-
সমালোচনার মুখে ঢাবিতে এনায়েতুল্লাহ ট্রাস্ট ফান্ড বাতিল
-
ঢাবি সিনেট নির্বাচনে যৌন হয়রানির অভিযোগ থাকা দুই শিক্ষক
-
ঢাবির সিনেটে শিক্ষক প্রতিনিধি: নীল ৩২, সাদা ৩
-
আইইউবিতে হয়ে গেল গ্রীষ্মকালীন নবীণবরণ
-
আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
-
সিরাজগঞ্জের কুড়িপাড়া কলেজ এখন ‘মোহাম্মদ নাসিম মডেল কলেজ’
-
সহকর্মীর বিরুদ্ধে গালি, খুনের হুমকির অভিযোগ ঢাবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যানের
-
বিশ্ববিদ্যালয়ের আইসিটি শিক্ষায় ইউজিসির নীতিমালা
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন
- লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের