সেশনজট নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি কমল

করোনাভাইরাস মহামারীর কারণে দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেশনজট নিরসনে শরৎ ও শীতকালীন ছুটির পর এবার গ্রীষ্মকালীন ছুটিও কমিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2022, 02:24 PM
Updated : 18 Jan 2022, 02:24 PM

বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ২৪ এপ্রিল থেকে ২ জুন পর্যন্ত মে দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতরসহ গ্রীষ্মকালীন ছুটি ছিল ৪০ দিন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা ১১ দিনে কমিয়ে আনার কথা জানানো হয়।

এতে বলা হয়, “কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সেশনজট নিরসনকল্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে আগামী ২৭ এপ্রিল ২০২২ থেকে ৭ মে ২০২২ তারিখ পর্যন্ত মোট ১১ দিন ক্লাস ছুটি নির্ধারণ করা হয়েছে।”

তবে মে দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতরের ছুটি বহাল থাকবে বলে জানানো হয়।

করোনাভাইরাস মহামারীর কারণে দেড় বছর বন্ধ থাকার পর গত ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুললে সেশনজট নিরসনে শরৎ ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছিল।