ঢাবির আইবিএ থেকে সনদ পেলেন ৩১০ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ৩১০ জন শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর সনদ পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2022, 03:23 PM
Updated : 16 Jan 2022, 03:23 PM

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিবিএ ২৫তম ব্যাচ, এমবিএ ৬১তম, এক্সিকিউটিভ এমবিএ ৩৫তম ও ৩৬তম ব্যাচ এবং ডিবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের হাতে সনদ তুলে তেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে আইবিএর পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, “একটি বিশ্বব্যাপী মহামারীর সময়েও যে আইবিএতে আমরা একতা ও শক্তি খুঁজে পেয়েছি, তাতে আমরা আন্তরিকভাবে গর্বিত।”

সনদপ্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, “সবসময় মনে রাখবে, তোমরা এই দেশের ব্যবসায়িক প্রেক্ষাপট এবং সমাজের কল্যাণ ও পরিবর্তনের পথপ্রদর্শক।”

সমাবর্তন বক্তা ছিলেন ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।