স্টেট ইউনিভার্সিটির নতুন উপ-উপাচার্য অধ্যাপক নওজিয়া

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্ষের দায়িত্ব পেয়েছেন পাবলিক হেলথ বিভাগের প্রধান অধ্যাপক নওজিয়া ইয়াসমীন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2022, 11:53 AM
Updated : 13 Jan 2022, 11:53 AM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে আগামী চার বছরের জন্য অধ্যাপক নওজিয়া ইয়াসমীনকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক নওজিয়া ইয়াসমীন এই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফার্মেসি অ্যান্ড হেলথ সায়েন্সের ডিন এবং পাবলিক হেলথ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৩ সাল থেকে তিনি এ বিভাগে শিক্ষকতা করছেন।

ঢাকা মেডিকেল কলেজ থেকে ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অব সার্জারি ডিগ্রি পাওয়ার পর অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যের ওপর স্নাতকোত্তর করেন নওজিয়া ইয়াসমীন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল টেকনোলজি থেকে ক্লিনিক্যাল আল্ট্রাসনোগ্রাফিতে তিনি সার্টিফিকেট কোর্সও করেছেন।