ইউএপি ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান আলাউদ্দিন

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মাদ আলাউদ্দিন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2022, 04:03 PM
Updated : 11 Jan 2022, 04:03 PM

সর্বসম্মতিক্রমে সম্প্রতি তাকে ২০২২ ও ২০২৩ সালের জন্য নির্বাচিত করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউএপি।

ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্য হলেন- জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুল মহিন চৌধুরী, সহ সভাপতি আব্দুল মালেক মোল্লা ও তাশমিম শায়েরা মঈন এবং কোষাধ্যক্ষ কে এম মজিবুল হক।

নতুন চেয়ারম্যান আলাউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহযোগী অধ্যাপক হিসেবে আগাম অবসর নিয়ে বোস্টনভিত্তিক এনজিও পথফাইন্ডার ইন্টারন্যাশনালের বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি হিসেবে যোগ দেন। সেখানে ২২ বছর কাজ করে ২০০৬ সালে অবসর নেন।

তিনি বিশ্ব ব্যাংক, পপুলেশন কাউন্সিল, ইউএসএআইডি ও আইইউসিডব্লিউ এর গবেষণা পরামর্শক ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ থেকে সমাজকল্যাণে স্নাতকোত্তর ডিগ্রি এবং যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।