ইউএপিতে ফল সেমিস্টারের নবীনবরণ

নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2022, 06:36 PM
Updated : 8 Jan 2022, 06:36 PM

শনিবার ফল ২০২১ সেমিস্টারের ওরিয়েন্টেশন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এম আলাউদ্দিন। তিনি শিক্ষার্থীদের জন্য দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ সুলতান মাহমুদ।

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুল মালেক মোল্লা, ট্রেজারার এয়ার কমোডর (অব) ইশফাক ইলাহী চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান, স্কুল অব মেডিসিনের ডিন অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া এবং প্রক্টর অধ্যাপক শাহরিয়ার আনাম।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ভাইস চেয়ারম্যান, ই ক্যাবের সহপ্রতিষ্ঠাতা ও সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার খান মোহাম্মাদ কায়সার এবং ইউএপির স্থাপত্য বিভাগের শিক্ষক নিশাত তাসনীম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মাসুদ।

অভিভাবক, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।