গণিত অলিম্পিয়াডে সেরা ১০ এ ঢাবির ৬ শিক্ষার্থী

স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে শীর্ষ ১০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয় শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2022, 04:42 PM
Updated : 7 Jan 2022, 04:42 PM

শুক্রবার বাংলাদেশ গণিত সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে ‘১২তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড’ এর চূড়ান্ত পর্বে তারা বিজয়ী হন।

এবারের আসরে সেরা ১০ বিজয়ীদের প্রত্যেককে সার্টিফিকেট, ক্রেস্ট ছাড়াও এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সৌজন্যে ১০ হাজার টাকা এবং  বাংলাদেশ গণিত সমিতির সৌজন্যে শ্রেষ্ঠ ৩ জনকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়।

গত ১৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক অলিম্পিয়াড আয়োজন করে বাংলাদেশ গণিত সমিতি। আটটি অঞ্চল থেকে প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ ১০ জন করে মোট ৮০ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেয়।

সেরা ১০ বিজয়ী হলেন- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিকস অ্যান্ড ন্যাচারাল সায়েন্সের স্নাতক শিক্ষার্থী অতনু রায় চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের হাসান কিবরিয়া, একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জুবায়ের রহমান, গণিত বিভাগের পার্থ সূত্র ধর, ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তানজিম মুশফিক আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রুহান হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের রাশেদুল ইসলাম, গণিত বিভাগের শোভা ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের নাঈম ইবনে নজরুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের মমিনুল ইসলাম, তারিকুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের মো. তারিকুজ্জামান সাকি।

গণিতে উৎকর্ষ অর্জনের লক্ষ্যে ২০০৯ সাল থেকে দেশব্যাপী স্নাতক পর্যায়ে নিয়মিত এ প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ গণিত সমিতি। এবার এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক সহাহয়তায় অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। 

সকাল সাড়ে ৯টায় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে চূড়ান্ত পর্ব শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান অনুষ্ঠানের উদ্বোধন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানান।

শিক্ষার্থীদের মূল্যবোধসম্পন্ন নাগরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “গণিত হচ্ছে সকল বিজ্ঞানের ভাষা। শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কার্যকর ভূমিকা পালন করবে।”

ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শওকাত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুস ছামাদ, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান ও  বাংলাদেশ গণিত সমিতির নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক মো. শহীদুল ইসলাম, জাতীয় গণিত অলিম্পিয়াড কমিটির সম্পাদক অধ্যাপক মো. মনিরুল আলম সরকার উপস্থিত ছিলেন।

এরপর বেলা ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ভবনের দ্বিতীয় তলায় সেমিনার কক্ষে পুরষ্কার বিতরণী ও  সমাপনী অনুষ্ঠান হয়।

অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বের আহ্বায়ক অধ্যাপক মো. শওকাত আলীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রদান কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. শফিকুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বের সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ ফেরদৌস।