আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্টামফোর্ড

সপ্তম আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের দল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2022, 02:03 PM
Updated : 2 Jan 2022, 02:03 PM

রোববার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৯ ও ৩০ ডিসেম্বর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠানের কথা জানানো হয়।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্ট্যামফোর্ডের সঙ্গে রানার-আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) দল।

স্বাধীনতার ৫০ বছরে এবার সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর: ভাষা, সাহিত্য ও সংস্কৃতি।’

এ বছর সম্মেলনে সরকারি ও বেসরকারি ১৮টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।

আয়োজকরা জানান, অ্যাকাডেমিক প্রতিযোগিতায় বিইউপি’র তাসনিম নাজ ও কেএম আরেফিন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেহেনাজ এস তিশা বিজয়ী হয়েছেন।