ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জন্য শাটল বাস

ক্যাম্পাসে শিক্ষকদের যাতায়াতের জন্য শাটল বাস সার্ভিস চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2021, 03:07 PM
Updated : 26 Dec 2021, 03:07 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এই বাস সার্ভিস উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিদিন সকাল সাড়ে ১০ টা ৩০০ মিনিট এবং দুপুর ২টায় প্রশাসনিক ভবন-কলাভবন-টিএসসি-কাজী মোতাহার হোসেন ভবন-মোকাররম ভবন হয়ে কার্জন হল পর্যন্ত যাবে শাটল বাস।

সকাল ১১টায় ও দুপুর ২টা ৩০ মিনিটে কার্জন হল-মোকাররম ভবন-কাজী মোতাহার হোসেন ভবন-টিএসসি-কলাভবন হয়ে প্রশাসনিক ভবনে ফিরে আসবে।
এছাড়া অন্য রুটে শাটল বাস সকাল ১১টায় লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে কার্জন হল পর্যন্ত যাবে এবং দুপুর ২টায় কার্জন হল থেকে লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে ফিরে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রহমত উল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।