ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ড্যাফোডিল পলিটেকনিকের ‘ইন্টার্নশিপ ফেস্ট’

দেশের কারিগরি বিদ্যালয়গুলো থেকে উত্তীর্ণ ডিপ্লোমা প্রকৌশলীদের ইন্টার্নশিপের ব্যবস্থা করতে ড্যাফোডিল গ্রুপের ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট ‘ইন্টার্নশিপ ফেস্টে’র আয়োজন করে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2021, 01:04 PM
Updated : 22 Dec 2021, 01:04 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের অষ্টম পর্বের শিক্ষার্থীদের জন্য ছিল এ আয়োজন। এতে ১৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

উৎসবে নিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্যারিয়ার নিয়ে তাদের দিকনির্দেশনা দেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক ডঃ বিকর্ণ কুমার ঘোষ।

বিশেষ অতিথি ছিলেন এইচআরডিআই এর নির্বাহী পরিচালক প্রফেসর ডঃ এম মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

চতুর্থবারের মতো ড্যাফোডিল পলিটেকনিকের এ ইন্টার্নশিপ ফেস্টে

বেশ কিছু ক্যারিয়ার সেশন আয়োজন করা হয়েছিল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।