৫০ শিক্ষার্থীকে বিনামূল্যে স্নাতকে পড়াবে আইইউবি

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে শুরু হয়েছে দেশের প্রথম অন্তর্ভুক্তিমূলক স্নাতক প্রোগ্রাম ‘আইইউবি অ্যারোজ’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2021, 04:06 PM
Updated : 18 Dec 2021, 04:06 PM

শনিবার রাজধানীর বসুন্ধরায় নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠানে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই প্রোগ্রামের অধীনে প্রতি বছর ৫০ শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে নিয়মিত পাঠদানের পাশাপাশি তাদের প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত প্রশিক্ষণ, মেন্টরিং, ইন্টার্নশিপ, চাকরির সুযোগ ও শিক্ষা উপকরণ দেওয়া হবে।

‘ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অ্যান্ড আইইউবি’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কাজী খলিকুজ্জামান আহমাদ, আইইউবির উপাচার্য তানভীর হাসান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো মুস্তাফিজুর রহমান, আইইউবি বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ার আব্দুল হাই সরকার, দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।

আইইউবি অ্যারোজ প্রোগ্রামের জন্য জানুয়ারির ৬ তারিখ পর্যন্ত arrows.iub.edu.bd - এই ওয়েবসাইটে আবেদন করা যাবে।

এইচএসএসি, এ-লেভেল বা সমমানের পরীক্ষায় পাশ করা যেকোনো শিক্ষার্থী এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে। সেজন্য আইইউবির নিয়মিত ভর্তি ফরম পূরণের পাশাপাশি, অ্যারোজের জন্য বাড়তি কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে তাদের।

আইইউবির অধ্যাপক নিয়াজ জামানের নেতৃত্বে একটি জুরি বোর্ড প্রাথমিক আবেদনপত্রগুলো যাচাই-বাছাই করে তালিকা করবেন। সে তালিকার যারা মৌখিক ও সাইকোমেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদের থেকে ৫০ জনকে চূড়ান্ত করা হবে।

তাদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে ২০২২ সালে জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া স্প্রিং সেমেস্টারে।