সিআইইউতে হয়ে গেল ‘ওপেন ডে’

চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হয়েছে ‘ওপেন ডে’।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2021, 02:31 PM
Updated : 11 Dec 2021, 02:31 PM

শনিবার নগরীর জামালখানে সিআইইউ ক্যাম্পাসে স্প্রিং সেমিস্টার ২০২২ এর ওপেন ডে উদ্বোধন করেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আগামী দিনের বড় চ্যালেঞ্জ। শিক্ষায় ভিন্নধারার মনোবৃত্তি তৈরি করতে সিআইইউ একটি বিশেষায়িত ও মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে।

সৃজনশীলতা, দক্ষতা ও জ্ঞানের পরিধি বাড়ানোর মাধ্যমে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে সমাজকে আলোকিত করবে এমন আশা করেন উপাচার্য।

সিআইইউ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজনেস স্কুলের অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের ডিন ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. মোহাম্মদ রেজাউল করিম, স্কুল অব ল এর সহকারী ডিন মোহাম্মদ বেলায়েত হোসেন, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবারের মতো এবারও সিআইইউ এর ওপেন ডে অনুষ্ঠান ভর্তিচ্ছুদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।

এ কার্যক্রমে ছিল স্পট অ্যাডমিশন, সেমিস্টার ফি ওয়েবার, ক্যারিয়ার আড্ডা, স্কলারশিপ, ক্যাম্পাস ট্যুর, বিদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথশিক্ষা কার্যক্রম ইত্যাদি।