ইউজিসিতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে চালু হল বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2021, 09:53 AM
Updated : 8 Dec 2021, 09:53 AM

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বুধবার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিশনের লাইব্রেরিতে স্থাপিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে জাতির পিতার একটি আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয়েছে।

এছাড়া ‘খোকা থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা’ গ্যালারিতে তার পরিবারের সদস্যদের আলোকচিত্র, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে।

বঙ্গবন্ধুর স্বাধীনতা ও ছয় দফা ঘোষণাপত্র এবং দেশের উচ্চশিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ উদ্ধৃতি সংরক্ষণ করা হয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ওপর দুই শতাধিক বই রাখা হয়েছে সেখানে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের মাধ্যমে আগামী প্রজন্ম বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হবে। বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল হতে হবে।”

স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অসামান্য অবদান সম্পর্কে জানতে শিক্ষার্থীদেরকে তিনি বই পড়ার আহবান জানান।

ইউজিসি সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম, অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক মুহাম্মদ আলমগীর, অধ্যাপক বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক মো. আবু তাহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউজিসির সহায়তায় দেশের প্রত্যেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার করা হয়েছে।