অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড দিল আইইউবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমাগত বাড়ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2021, 04:05 PM
Updated : 28 Nov 2021, 04:05 PM

শনিবার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ- আইইউবি এর অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের আকার এখন প্রায় ২৫ বিলিয়ন ডলার জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “প্রায় প্রতিদিনই বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব আসছে। বাংলাদেশের ব্যাপারে তাদের এই আত্মবিশ্বাসের উৎস কি?

“কারণ বাংলাদেশ সারাদেশে শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে।”

অনুষ্ঠানে আইইউবি এর উপাচার্য তানভীর হাসান বলেন, “বিশ্ব এখন আরও বেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। ভবিষ্যতে অনেক কাজই যন্ত্রের সাহায্যে করতে হবে। সেজন্য মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ করার সময় এসেছে।”

আইইউবি এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ২০২০ সালের ফলাফলের স্বীকৃতি হিসেবে সনদের পাশাপাশি ভাইস চ্যান্সেলরস অনার পাওয়া শিক্ষার্থীদের ১০ হাজার ও ডিনস অনার পাওয়া শিক্ষার্থীদের পাঁচ হাজার টাকা দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।