মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ইউএপি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) একটি প্রতিনিধি দল মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2021, 04:44 PM
Updated : 24 Nov 2021, 04:44 PM

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সাক্ষাতের সময় মালদ্বীপের শিক্ষামন্ত্রী ড. ইবরাহিম হাসান, স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম, বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামী উপস্থিত ছিলেন।

মালদ্বীপ ও ইউএপির মধ্যে উচ্চশিক্ষার সম্ভাবনা এবং সম্প্রসারণের জন্য সম্ভাব্য পদক্ষেপ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের পক্ষ থেকে এ সময় মালদ্বীপের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বৃত্তির ঘোষণাও দেওয়া হয়।

সাক্ষাতের সময় ইউএপির ট্রাস্টি বোর্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শরিফুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য কে এম মজিবুল হক, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সুলতান মাহমুদ ও অফিস অব ইন্টারন্যাশনালের পরিচালক ইসমাত জারিন উপস্থিত ছিলেন।