বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বিশ্ব নেতাদের ‘উৎসাহ জাগানো’ ভূমিকা নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2021, 11:25 AM
Updated : 16 Nov 2021, 11:25 AM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) শুক্রবার আয়োজিত এ ছায়া সংসদ  বিতর্কে জয়ী হয় এ বিশ্ববিদ্যালয়।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শফিকুল ইসলামের নেতৃত্বে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের খাদিজা খাতুন এবং আইন বিভাগের জাবেদ হাসান বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিতর্কে অংশ নেন।

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন সাউথইস্ট ইউনিভার্সিটি ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিতার্কিকরা।

‘জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বিশ্ব নেতৃত্বের ভূমিকা উৎসাহব্যাঞ্জক’ শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্বে ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।