ইউল্যাবের উপাচার্য পদে ফিরলেন ইমরান রহমান

পাঁচ বছর পর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য পদে ফিরেছেন অধ্যাপক ইমরান রহমান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2021, 04:51 PM
Updated : 3 Nov 2021, 04:51 PM

বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী চার বছরের জন্য তাকে এ দায়িত্ব দিয়েছেন।

অধ্যাপক ইমরান রহমান মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান রহমান।

সর্বশেষ ট্রাস্টি বোর্ডের বিশেষ উপদেষ্টা হিসেবেও তিনি কার্যত এ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের ভূমিকায় ছিলেন। 

২০০৬ সালে বাণিজ্য অনুষদের ডিন হিসেবে ইউল্যাবে যোগ দেওয়ার পর ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্বে আসেন ইমরান রহমান। তার তিন বছর পর পান উপাচার্যের দায়িত্ব। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করা ইমরান রহমান উচ্চশিক্ষা নিয়েছেন ম্যানচেস্টার বিজনেস স্কুল এবং লন্ডন স্কুল অব ইকোনোমিক্সে।

ইউল্যাবে যোগ দেওয়ার আগে নিজের সাবেক শিক্ষায়তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক, বিবিএ প্রোগ্রামের চেয়ারম্যান এবং কম্পিউটার সেন্টারের চেয়ার হিসেবে তিনি কাজ করেছেন ২৮ বছর।

শিক্ষকতার দীর্ঘ ক্যারিয়ারের ফাঁকেই সহপ্রতিষ্ঠাতা হিসেবে ছয় বছর একটি মার্চেন্ট ব্যাংকের নেতৃত্ব দিয়েছেন তিনি।

আরও একটি পরিচয় রয়েছে ইমরান রহমানের। বাংলাদেশে অন্যতম পুরনো ব্যান্ড রেনেসাঁর একজন গিটার বাদক ও গায়ক তিনি।