সড়কে বিশৃঙ্খলার দায় সবারই: ইলিয়াস কাঞ্চন

সরকারের অবহেলা আর সাধারণ মানুষের অসচেতনতা, দুই মিলিয়ে দেশের পরিবহন ব্যবস্থাপনা বিশৃঙ্খল বলে মন্তব্য করেছেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2021, 04:47 PM
Updated : 28 Oct 2021, 05:03 PM

সরকার ‘আন্তরিকতার সঙ্গে’ নীতিমালার উন্নয়ন করলেই কেবল এই পরিস্থিতির উন্নতি সম্ভব বলে মনে করেন তিনি।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) এক ভার্চুয়াল আলোচনায় ইলিয়াস কাঞ্চন অংশ নেন।

তাকে উদ্ধৃত করে ইউল্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “শুধুমাত্র সরকারের ঘাড়ে দায় চাপিয়ে দিলেই হল না, আমাদের নিজেদেরও সচেতন হওয়া জরুরি। বাস্তব অর্থে, সড়কে ৯০ শতাংশ মানুষই আইন মানতে চায় না।”

ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান সড়কে নিজের নিরাপত্তার দায়িত্ব নিজেকে নিতে, আইন শাসনের প্রতি সম্মত থাকতে এবং ধৈর্যশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দেন।

সড়ক দুর্ঘটনার শিকার ইউল্যাবের ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪২তম ব্যাচের শিক্ষার্থী রিয়াজ বিন রাজিব অনুষ্ঠানে নিজের দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ইউল্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব সামাজিক যোগাযোগ মাধ্যমে সপ্তাহব্যাপী পোস্টার ক্যাম্পেইন এবং সচেতনতা মূলক ভিডিও প্রচার করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার ফয়জুল ইসলাম।