আইইউবির ১২৩ শিক্ষক পেলেন ল্যাপটপ

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ১২৩ জন শিক্ষককে ল্যাপটপ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2021, 07:29 AM
Updated : 6 Oct 2021, 07:29 AM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইইউবি জানায়, শহীদ খালেক অ্যান্ড মেজর সালেক বীর উত্তম ট্রাস্টের সৌজন্যে রোববার আইইউবি মিলনায়তনে প্রথম ধাপের ১২৩ জন শিক্ষককে এই ল্যাপটপ দেওয়া হয়।

আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী ওই ট্রাস্টের প্রতিষ্ঠাতা।

আইইউবির ট্রাস্টি দিদার এ হুসাইন মুক্তিযুদ্ধে ভূমিকাসহ শিক্ষা ও মানবসেবায় অবদানের জন্য এ মতিন চৌধুরীর পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানে।

শহীদ খালেক ও মেজর সালেককে স্মরণ করে আইইউবির উপাচার্য তানভীর হাসান বলেন “আমরা কেবল ল্যাপটপ উপহার উদযাপন করছি না, আমরা এমন মহান মানুষের জীবন উদযাপন করছি, যারা আমাদের জাতির জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন।”

অন্যদের মধ্যে আইইউবির ট্রাস্টি তানভীর মাদহার, ট্রাস্টি ও ইএসটিসিডিটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই সরকার, ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ও ট্রাস্টি জাভেদ হুসেইন, উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, কোষাধ্যক্ষ খন্দকার মো. ইফতেখার হায়দার অনুষ্ঠানে বক্তব্য দেন।