স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হান্নান ফিরোজের জন্মদিনে স্মারক বক্তৃতা

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক এম এ হান্নান ফিরোজের ৬৬তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে স্মারক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2021, 07:04 PM
Updated : 3 Oct 2021, 07:04 PM

এতে প্রধান বক্তা বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম দেশের গণমাধ্যমে হান্নান ফিরোজের ভূমিকা তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্মারক বক্তৃতায় নঈম নিজাম বলেন, “তাঁর (হান্নান ফিরোজ) পৃষ্ঠপোষকতা না পেলে অনেক গণমাধ্যম প্রতিষ্ঠিত হত না। তিনি যে কোনো সংকটের মধ্যে নিজের জায়গা থেকে কাজ করে গেছেন। তিনি একজন ভালো রাজনীতিবিদ ছিলেন এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রসারে অনন্য ভূমিকা রেখেছেন।”

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ বলেন, হান্নান ফিরোজ তার জীবনের প্রতিটি মুহূর্তে শিক্ষার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন।

“তার মতাদর্শের প্রতি আস্থা রেখেই স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা কেন্দ্র হিসেবে চলছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ট্যামফোর্ড সাংবাদিক ফোরামের সভাপতি হাসান ওয়ালী।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার এম এ হান্নান ফিরোজের জন্মদিনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর দোয়ার আয়োজন করা হয়।