ইউল্যাবের সপ্তদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) সপ্তদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2021, 11:28 AM
Updated : 3 Oct 2021, 11:28 AM

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে অনলাইন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রচার করা হয় এবং নতুন ওয়েবসাইট চালু করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার জাভেদ প্যাটেল বলেন, শিক্ষা, অর্থনীতি ও সামাজিক উন্নয়নে যুক্তরাজ্য এবং বাংলাদেশ যৌথভাবে কাজ করছে।

ইউল্যাবের পথচলার প্রশংসা করে তিনি বলেন, “ইউল্যাব যেভাবে বৈশ্বিক মহামারির মধ্যেও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।”

তিনি জীবনব্যাপী শিক্ষায় মুক্তচিন্তার উপর জোর দেন।

ইউল্যাব শুরু থেকেই আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিতের চেষ্টা করছে জানিয়ে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা বলেন, “আমাদের পরবর্তী প্রচেষ্টা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমন্ডলে বিস্তৃত করা এবং আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সাথে আরও সুসংহত সম্পর্ক গড়ে তোলা।”

বিভিন্ন ক্ষেত্রে সাবেক শিক্ষার্থীদের সফলতা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান বলেন, “ইউল্যাব নিজস্ব স্বকীয়তায় দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।”

ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী নাবিল আহমেদ ‘তরুণদের পূর্ণ সম্ভাবনা বিকশিত করতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করায়’ ইউল্যাবের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের অবদানকে স্মরণ করেন।