পানিবাহিত রোগের গবেষণায় ১২ লাখ ডলার অনুদান পেলেন আইইউবির অধ্যাপক

কলেরার মত পানিবাহিত রোগের মহামারী নিয়ন্ত্রণে গবেষণা করতে ও পানিবাহিত রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে ১২ লাখ ডলারের অর্থায়ন পেয়েছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) অধ্যাপক শাহ এম ফারুক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2021, 08:21 AM
Updated : 26 Sept 2021, 08:21 AM

বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ফারুককে আগামী আড়াই বছরের জন্য এই অর্থায়ন করবে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘ওয়েলকাম ট্রাস্ট’।

আইইউবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের একমাত্র বিজ্ঞানী হিসেবে ফারুক ওয়েলকাম ট্রাস্টের ‘সিনিয়র ইনভেস্টিগেটর’ অ্যাওয়ার্ড পেয়েছেন।

অধ্যাপক সালিমুল হক

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড ডেভলপমেন্টের পরিচালক অধ্যাপক সালিমুল হক নরওয়েজিয়ান প্রোগ্রাম ফর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইন হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ থেকে কলোক্যাল গ্রান্ট পেয়েছেন।

আইইউবির উপাচার্য তানভীর হাসান বলেন, “জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশ্বমানের গবেষণাকে আইইউবি সহযোগিতা ও উৎসাহ দিয়ে থাকে। এই অর্জন আইইউবির অসামান্য গবেষণা পরিবেশের স্বীকৃতি দেয়।”

গবেষকদের এই অর্জন বাংলাদেশে পরিচালিত ‘মানসম্মত সায়েন্টিফিক গবেষণার’ উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বলেও তিনি আশা করছেন।