স্ট্যামফোর্ডে রচনা প্রতিযোগিতা: বাংলায় বন্যা, ইংরেজিতে হাসান চ্যাম্পিয়ন

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম বিষয়ক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2021, 11:54 AM
Updated : 22 Sept 2021, 11:55 AM

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

প্রতিযোগিতায় বাংলা ও ইংরেজিতে প্রায় অর্ধশত রচনা জমা পড়ে।

এতে বাংলায় ফার্মাসি বিভাগের খাদিজা আক্তার বন্যা চ্যাম্পিয়ন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আবদুল্লাহ আল মামুন প্রথম রানার আপ এবং একই বিভাগের সাইফুল ইসলাম দ্বিতীয় রানার আপ হয়েছেন।

ইংরেজিতে ইংরেজি বিভাগের হাসিবুল হাসান চ্যাম্পিয়ন, ফার্মাসি বিভাগের আমিনুল হক প্রথম রানার আপ ও একই বিভাগের সামিরা হক সেতু দ্বিতীয় রানার আপ হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ আলী নকীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশ পদকপ্রাপ্ত আবৃত্তিকার ও বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষক ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য ড. ফারাহনাজ ফিরোজ।