আন্তর্জাতিক বাণিজ্যের চ্যালেঞ্জ নিয়ে ইউল্যাবের বিজনেস ক্লাবের ওয়েবিনার

আন্তর্জাতিক বাণিজ্যের চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে ওয়েবিনার করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের বিজনেস ক্লাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2021, 02:50 PM
Updated : 21 Sept 2021, 02:50 PM

গত বৃহস্পতিবার এই ওয়েবিনার অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

এতে অতিথি বক্তা ছিলেন নিট এশিয়া লিমিটেড ও অরুম সোয়েটার্স লিমিটেডের পরিচালক আমের সেলিম।

তিনি তৈরি পোশাক রপ্তানি ও আমদানির ক্ষেত্রে চ্যালেঞ্জগুলোর বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একইসাথে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের আরএমজি কোম্পানিগুলোর মূল চ্যালেঞ্জ এবং কোম্পানিগুলো কিভাবে তা কাটিয়ে ওঠছে তা উপস্থাপন করেন।

মহামারীকালে রপ্তানি এবং সংকট কাটাতে কোম্পানিগুলি যেসব পদক্ষেপ নিচ্ছে, তা তুলে ধরেন আমের সেলিম।

তিনি আরএমজি সেক্টরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ নিয়ে আলোচনা করেন এবং তাদের তৈরি পোশাক শিল্পে চাকরি খুঁজতে উৎসাহিত করেন।

ওয়েবিনারটি সঞ্চালনা করেন বিজনেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রায়ানা নবী নিকিতা।