ফল সেমিস্টারেও শিক্ষার্থীদের ‘তহবিল’ চালু রাখছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাস মহামারীতে শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা করতে টানা পঞ্চম সেমিস্টারেও ‘স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড’ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2021, 06:55 PM
Updated : 9 Sept 2021, 06:55 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টি এ তথ্য জানিয়েছে।

মহামারীতে সংকট মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে সামার-২০২০ সেমিস্টারে এ উদ্যোগ নেওয়া হয়, যা ফল-২০২১ সেমিস্টারেও চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি এবং মানুষের আর্থসামাজিক অবস্থার ওপর এর প্রভাব অনুধাবন করে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড অব্যাহত রাখার এ ঘোষণা দেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চ্যাং।

উপাচার্য বলেন, "শিক্ষার্থীদেরকে আমাদের সকল উদ্যোগ ও প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রাখতে আমরা প্রতিশ্রুতবদ্ধ এবং সংকটময় পরিস্থিতিতে তাদের পাশে থাকতে আমাদের সবোর্চ্চ চেষ্টাটাই করব।" 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যেক শিক্ষার্থী ১০০ ভাগ নন-টিউশন ফি মওকুফ এবং ১০ ভাগ টিউশন ফি মওকুফ পাবেন।

এছাড়াও, সীমিত সংখ্যক আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থী প্রয়োজনের ভিত্তিতে ১৫ থেকে ১০০ ভাগ টিউশন ফি মওকুফ পেতে পারেন।

চলমান মহামারীতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য কয়েক দফায় ফি পরিশোধের সুযোগও রাখছে ব্র্যাক ইউনিভার্সিটি। 

গত চারটি সেমিস্টারে শিক্ষার্থীদের মোট ৯৩ কোটি টাকার অর্থ সহায়তা ও স্কলারশিপ দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।