ঢাবির শরৎ ও শীতকালীন ছুটি বাতিল

করোনাভাইরাস মহামারীর কারণে দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার খুললে শরৎ ও শীতকালীন  ছুটি পাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2021, 03:00 PM
Updated : 9 Sept 2021, 03:00 PM

শরৎকালীন ও শীতকালীন ছুটি বাতিলের কথা জানিয়ে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেশনজট নিরসনের উপায় হিসেবে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারে ১২-২১ অক্টোবর দুর্গাপূজা, শরৎকালীন ছুটি, বিশ্ববিদ্যালয়ের শোক দিবস, ঈদ-ই মিলাদুন্নবী ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১০ দিনের ছুটি নির্ধারিত ছিল।

১৪-৩০ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, শীতকালীন ছুটি ও যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ১৭ দিন ছুটি নির্ধারিত ছিল।

শরৎ ও শীতকালীন ছুটি বাতিল হলেও দুর্গাপূজা উপলক্ষে ১২-১৫ অক্টোবর, লক্ষ্মী পূজা উপলক্ষে ১৯ অক্টোবর, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর, বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ও যিশুখ্রিস্টের জন্মদিবস উপলক্ষে ২৫ ডিসেম্বর ছুটি যথারীতি বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।