জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষার নীতিমালা পাশ

মহামারীকালে শিক্ষার্থীদের শারীরিক উপস্থিতিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা নেওয়া সম্ভব না হলে বিকল্প হিসেবে অনলাইনে পরীক্ষা নিতে নীতিমালা অনুমোদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2021, 01:51 PM
Updated : 31 August 2021, 03:28 PM

অনলাইনে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনলাইন পরীক্ষার নীতিমালা করেছিলাম, সেটা পাশ হয়েছে। এর উপর ভিত্তি করে অনলাইন পরীক্ষা শুরু হবে।”

নীতিমালা সিন্ডিকেটে পাশ হওয়ার পর পরীক্ষার তারিখ জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

একাডেমিক কাউন্সিলের আরেক সদস্য ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সরকার আলি আক্কাস বলছেন, “আমরা ফিজিক্যালি পরীক্ষা নিতে চাই, এটাতো আগেই সিদ্ধান্ত ছিল। করোনা পরিস্থিতি অবনতি হওয়ার পর যদি অনলাইনে পরীক্ষা নিতে হয় সেজন্য কমিটি করে নীতিমালা করা হয়েছে।

“কিভাবে প্রশ্ন করা হবে, কারা প্রশ্ন করবেন, শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দেবে, উত্তরপত্র কিভাবে সাবমিট করবে, উত্তরপত্রের ধরন কেমন হবে- এই বিষয়গুলো নীতিমালায় রয়েছে।”

তবে অনলাইনে বা সশরীরে যেভাবেই পরীক্ষা নেওয়া হোক, পরীক্ষা শুরু করার আগে শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেওয়া হবে বলে জানান তিনি।