আইইউবিতে রবির ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ- আইইউবি এর ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট- সিজিপি অফিস বিশ্ববিদ্যালয়ের সদ্য স্নাতকদের জন্য চাকরির প্রস্তুতি বিষয়ক এক ওয়েবিনারের আয়োজন করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2021, 06:43 PM
Updated : 29 August 2021, 06:43 PM

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (এইচআর বিজনেস পার্টনারিং অ্যান্ড ডিজিটাল অপারেশনস) মারুফুল আলম চৌধুরী বলে আইইউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিজের জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “যাদের সিজিপিএ তুলনামূলক কম তারাও বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ভালো চাকরি পেতে পারেন।

“চাকরির বাজারে একজন শিক্ষার্থী হল পণ্যের মত, যার গুনাগুণ যত ভালো চাকরির বাজারে তার তত বেশি মূল্য।”

সিভি লেখার পদ্ধতি, মৌখিক পরীক্ষায় নিজেকে উপস্থাপনসহ একজন চাকরিপ্রার্থীকে প্রতিযোগিতার বিশ্বে কীভাবে পরিপূর্ণভাবে প্রস্তুত হতে হবে সে বিষয়ে তিনি দিক নির্দেশনা দেন।

প্রশ্নোত্তর পর্বে তিনি চাকরিপ্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সিজিপির ক্যারিয়ার কাউন্সিলর ফারজানা হাফিজের পরিচালনায় ওয়েবিনারে এই কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাইমুজ্জামান ও সহকারী পরিচালক শারমিন ইসলাম উপস্থিত ছিলেন।