নগদ এ দেওয়া যাবে ঢাকা কলেজের বেতন

ঢাকা কলেজের বেতনসহ সব ধরনের ফি এখন ‘নগদ’ এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2021, 05:22 PM
Updated : 26 August 2021, 05:22 PM

‘নগদ’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি এ বিষয়ে ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ফলে দেশের অন্যতম প্রাচীন এই বিদ্যাপীঠের ১২ হাজার শিক্ষার্থী যে কোনো সময় ও স্থান থেকে মাসিক বেতনসহ সব ধরনের ফি সহজে ও নিরাপদে পরিশোধ করতে পারবেন।

‘নগদ’ অ্যাপ অথবা *১৬৭# ডায়াল করে সব ফি পরিশোধ করা যাবে।

শিক্ষার্থীদের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের বেতন ব্যবস্থাপনাকেও আরও সহজ এবং সাশ্রয়ী করবে ‘নগদ’।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার এবং নগদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সেই করেন।

ফি পরিশোধ করতে ‘নগদ’ অ্যাপের পে-বিল আইকন থেকে এডুকেশনে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা থেকে ঢাকা কলেজ নির্বাচন করে শিক্ষার্থীর তথ্য, টাকার পরিমাণ ও পিন দিয়ে বেতন পরিশোধ করা যাবে।

যেসব গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছে না, তাদের ফি প্রদানের জন্য *১৬৭# ডায়াল করার পর মেন্যুবার থেকে ৫ নম্বরে বিল পে অপশনে যেতে হবে। সেখানে ৬ নম্বরে থাকা ‘এডুকেশন’ অপশনে গেলে শিক্ষা প্রতিষ্ঠানের নাম আসবে, প্রতিবার পাঁচটি করে নাম আসবে এবং তালিকায় নিচের দিকে থাকলে ইংরেজি অক্ষর ‘N’ প্রেস করে ঢাকা কলেজের নাম পাওয়া যাবে। সেখানে শিক্ষার্থীর পরিচয় সংক্রান্ত কিছু তথ্য দিলেই সহজেই বিল প্রদান কার্যক্রম সম্পন্ন হবে।