স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে শোক দিবস পালন

যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2021, 12:53 PM
Updated : 16 August 2021, 12:53 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

এছাড়া স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ আলী নকীর সভাপতিত্বে ভার্চুয়াল এই আলোচনা সভায় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ড. তানবীর ইবনে আনোয়ার এবং ফিল্ম ও মিডিয়া বিভাগের সংযুক্ত ফ্যাকাল্টি ভাস্বর বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন।

সভা সঞ্চালনা করেন ফিল্ম ও মিডিয়া বিভাগের সহকারী অধ্যাপক সাকিরা পারভীন।

এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ থেকে ১৬ অগাস্ট স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ জাতির পিতার জীবনের বিভিন্ন অধ্যায়ের স্মারক চিত্র প্রদর্শনীর আয়োজন করে।