বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বাড়ি ফিরছেন জগন্নাথের শিক্ষার্থীরা

মহামারীর সময়ে ঢাকায় আটকে থাকা শিক্ষার্থীদের ঈদের ছুটিতে নিজস্ব পরিবহনে বাড়ি পাঠিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2021, 07:07 AM
Updated : 17 July 2021, 07:07 AM

শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ১৫০৭ জন শিক্ষার্থীকে নিয়ে ২৮টি বাস রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের পথে রওনা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভাগীয় শহরে গেছে বাসগুলো। যাওয়ার পথে শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় নামতে পারবে।”

বিশ্ববিদ্যালয়ের ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে তিন হাজার ৬০০ শিক্ষার্থী ক্যাম্পাসের বাসে বাড়ি ফেরার জন্য আবেদন করেছিলেন।

রোববার বরিশাল, খুলনা ও সোমবার ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সকাল ৮টায় যাত্রা করবে বিশ্ববিদ্যালয়ের বাস।