ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একশ বছরপূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে ডাক অধিদপ্তর।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2021, 04:02 PM
Updated : 5 July 2021, 04:02 PM

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের কাছে এগুলো হস্তান্তর করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর একান্ত সচিব সেবাস্টিন রেমা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে ১ জুলাই বিশ্ববিদ্যালয়ের জন্মশতবার্ষিকীর দিনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ঢাকায় তার সরকারি বাসভবনের দফতরে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট ও ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন।

এছাড়া ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও উদ্বোধন করা হয়। মন্ত্রী এই সংক্রান্ত একটি সিলমোহরও ব্যবহার করেন।

স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড ১ জুলাই থেকে ঢাকা জিপিও এর ফিলাটেলিক ব্যুরো এবং পরে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘর থেকে সংগ্রহ করা যাবে বলে পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডাক অধিদপ্তর।

এ উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় আটচল্লিশ সালের ভাষা আন্দোলন, ঊনপঞ্চাশ সালের টাঙ্গাইলের উপ-নির্বাচন, বায়ান্নর ভাষা আন্দোলন, চুয়ান্ন সালের যুক্তফ্রন্ট নির্বাচন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয়দফা, আইয়ুববিরোধী আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের স্বাধীনতা সংগ্রামসহ বাঙালির প্রতিটি গণতান্ত্রিক লড়াই ও বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সূতিকাগার।

"ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের অগ্রভাগে থেকেছেন এবং চরম রক্তমূল্য দিয়েছেন।"

বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে  স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করায় টেলিযোগাযোগমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব মো. আফজাল হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।