ইউআইইউতে এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতক চালু

স্নাতক পর্যায়ে চার বছর মেয়াদী এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ প্রোগ্রাম চালু করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2021, 04:20 PM
Updated : 4 July 2021, 04:20 PM

জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা এবং সম্মৃদ্ধ দেশ ও বিশ্ব গড়ার লক্ষ্যে সময়োপযোগী এই স্নাতক প্রোগ্রাম চালু করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে প্রতি সেমিস্টারের ফলাফলের উপর থাকছে ২৫ থেকে ১০০ শতাংশ স্কলারশিপের সুযোগ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছয় মাসব্যাপী সেমিস্টার পদ্ধতির এই কোর্স সম্পন্ন করতে শিক্ষার্থীদের ব্যয় হবে ৫ লাখ ৩০ হাজার ১০০ টাকা।

এছাড়া মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজে ভর্তি হতে আগ্রহীদের সরকারি, আধা সরকারি ও এনজিও খাতে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে টিউশন ফিতে ৪০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

এই প্রোগামে ভর্তি হতে অনলাইনে আবেদন করা যাবে admission.uiu.ac.bd এই ওয়েবসাইটের মাধ্যমে।