মহামারীকালে ঢাবির শিক্ষার্থীদের আবাসন-পরিবহন ফি মওকুফ

করোনাভাইরাস মহামারীকালে আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের কাছ থেকে আবাসন ও পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2021, 11:24 AM
Updated : 1 July 2021, 11:24 AM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিদ্ধান্ত হয়েছে, ২০২০ সালের মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তখন থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম আরম্ভ না হওয়া পর্যন্ত পরিবহন ফি ও আবাসিক ফি মওকুফ হবে।

ইতোমধ্যে যেসব শিক্ষার্থী আবাসন ও পরিবহন ফি পরিশোধ করেছে, তা সমন্বয় করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

তা কীভাবে করা হবে- জানতে চাইলে প্রবীর কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমন্বয় করার অনেক সুযোগ রয়েছে।

“তবে কীভাবে হবে, এটা এখনও সুনির্দিষ্ট করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হলে অথবা পরবর্তীতে ভর্তি কার্যক্রমে তা সমন্বয় করা হবে।”

মহামারীকালে অনলাইনে ক্লাস হলেও নির্ধারিত সময়ে ভর্তি ও পরীক্ষার ফরম পূরণ করতে পারেনি শিক্ষার্থীরা।

সম্প্রতি একাডেমিক পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অনেকে ভর্তি ও পরীক্ষার ফরম পূরণ করতে গেলে তাদের হলের আবাসন ফি ও বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াত বাবদ পরিবহন ফি দিতে হয়।

মহামারীতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা না নিলেও এ বাবদ তাদের ১ হাজার ৮০ টাকা দিতে বলা হয়।

এছাড়া আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে হলভেদে ১৪৪ থেকে ৬৫০ টাকা পর্যন্ত বার্ষিক ফি নেওয়ার তথ্য ভর্তি রসিদে রয়েছে।

এসব ফি আদায়কে ‘অমানবিক’ উল্লেখ করে তা প্রত্যাহার চেয়ে সম্প্রতি সমাবেশ করেছিল ছাত্রলীগ। এছাড়া গত ২৪ জুন বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সেনেট অধিবেশনেও ছাত্র প্রতিনিধি হিসেবে ডাকসুর সাবেক সহ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এই দাবি তুলেছিলেন।