লকডাউনে অনলাইনেও হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে অনলাইনেও হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2021, 06:44 PM
Updated : 28 June 2021, 06:44 PM

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “লকডাউন চলাকালে সব ধরনের একাডেমিক পরীক্ষা স্থগিত থাকবে।”

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১ জুলাই থেকে এক সপ্তাহ কঠোর লকডাউনে যাচ্ছে গোটা দেশ। পরিস্থিতির প্রয়োজনে তা বাড়তে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

লকডাউনে অনলাইনে পরীক্ষা গ্রহণের প্রতিবন্ধকতা বর্ণনা করতে গিয়ে উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের অনেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করছে। ইন্টারনেটের সংযোগ ভালো না হওয়ায় এসব শিক্ষার্থীকে ইন্টারনেট ব্যবহারের জন্য নিকটস্থ উপজেলা শহর কিংবা অন্যত্র যেতে হতে পারে।

“কঠিন লকডাউন শুরু হলে তারা বিভিন্ন জায়গায় যেতে পারবে না। তাই কঠোর লকডাউন থাকলে অনলাইন পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।”

লকডাউন শেষ হলে শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগ-ইনস্টিটিউট কথা বলে এসব পরীক্ষা নেবে বলে জানান উপাচার্য।
গত ১ জুন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় স্নাতকের বিভিন্ন বর্ষ এবং স্নাতকোত্তরের পরীক্ষা জুলাই থেকে সশরীরে নেওয়া সিদ্ধান্ত হয়েছিল। 

গত ২০ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সশরীরের পরীক্ষা শুরু করেছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায়
তা স্থগিত করা হয়।

পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।