জাতীয় বিশ্ববিদ্যালয়: পরে পরীক্ষার শর্তে দ্বিতীয় বর্ষে 'প্রমোশন'

মহামারীর মধ্যে আপাতত পরীক্ষা ছাড়াই শর্তসাপেক্ষে তিন লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থীকে দ্বিতীয় বর্ষে ‘প্রমোশন’ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2021, 11:12 AM
Updated : 16 June 2021, 11:12 AM

এসব শিক্ষার্থীকে দ্বিতীয় বর্ষের ক্লাশ করার অনুমতি দেওয়া হয়েছে।

শর্ত হিসেবে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের প্রথম বর্ষের লিখিত পরীক্ষায় বসতে হবে বলে বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই পরীক্ষায় অনুত্তীর্ণ হলে কিংবা অংশ না নিলে শিক্ষার্থীদের 'প্রমোশন' বাতিল করা হবে বলে এতে উল্লেখ করা হয়।

২০২০ সালের ১৭ মার্চ থেকে করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এই সময়ে কোনো পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি।

সর্বশেষ ৩০ জুন পর্যন্ত চলমান ছুটি বাড়ানো হয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে না আসলে এই ছুটি আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী।

১৫ মাসের ছুটিতে শিক্ষাজীবন নিয়ে উদ্বেগে থাকা শিক্ষার্থীদের একাংশ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানিয়ে আসছে।

এর মধ্যে ১ম বর্ষের শিক্ষার্থীদের পরের শিক্ষাবর্ষে উন্নীত হওয়ার সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এখন অনেক এই বিশ্ববিদ্যালয়ের অনেক কলেজ অনলাইনে ক্লাশ নিচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "যেসব শিক্ষার্থী ২০২০ সালে স্নাতক প্রথম বর্ষের পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন, তাদের দ্বিতীয় বর্ষে প্রমোশন দিয়ে ক্লাশ করার অনুমতি দেওয়া হয়েছে।"

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল ৩ লাখ ৭৩ হাজার ৮৭৬ জন শিক্ষার্থী।

এর মধ্যে ২০২০ সালে স্নাতক প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছেন সর্বমোট ৪ লাখ ৬৭ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী।

এদের মধ্যে মানোন্নয়ন পরীক্ষার্থী রয়েছেন ১ লাখ ৫১ হাজার ১৫৯ জন।

অন্যদের মধ্যে নিয়মিত শিক্ষার্থী হিসেবে ২ লাখ ৯৭ হাজার ৬২৬ জন এবং অনিয়মিত শিক্ষার্থী ১৯ হাজার ৫০ জন ফরম পূরণ করেছেন।

এই বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।

আরও পড়ুন: