আইইউবিএটিতে ন্যাশনাল পাবলিক স্পিকিং: ইংরেজি বিভাগে চ্যাম্পিয়ন রাইক জামান

‘ন্যাশনাল পাবলিক স্পিকিং’ প্রতিযোগিতার ইংরেজি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মির্জাপুর ক্যাডেট কলেজের রাইক জামান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2021, 04:22 PM
Updated : 8 June 2021, 04:22 PM

এতে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের ফাবলিহা জুবায়দা আলম প্রথম রানারআপ এবং ব্র্যাক ইউনিভার্সিটির মোহাইমিনুল সোলায়মান নিকোলাস দ্বিতীয় রানারআপ হন।

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির ডিবেটিং ক্লাব 'ডিবেটিং ফোরাম অব আইইউবিএটি' এই প্রতিযোগিতার আয়োজন করে।

শুক্রবার রাত ৯টায় এক ভার্চুয়াল অনুষ্ঠানে ইংরেজি সেগমেন্টের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিযোগিতায় ৫৫টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন প্রতিযোগী অংশ নেন।

চূড়ান্ত প্রতিযোগিতায় আইইউবিএটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ফরহাদ হোসাইন ও লুলু আল মারজান, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক জান্নাতুল ফেরদৌস ও ডিবেটিং ফোরাম অব আইইউবিএটি’র সাবেক সভাপতি রাইসুল ইসলাম রাতুল বিচারকের দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবেটিং ফোরাম অব আইইউবিএটি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী শিমুল।

অনুষ্ঠানে আইইউবিএটি’র উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক বিজয় লাল বসু উপস্থিত ছিলেন।