ঢাবির শিক্ষক-কর্মচারীদের ঈদে কর্মস্থল ছাড়তে মানা

করোনাভাইরাস মহামারীতে সরকারের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে ঈদুল ফিতরের ছুটিতে শিক্ষক-কর্মচারীদের কর্মস্থল ছাড়তে নিষেধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2021, 06:37 PM
Updated : 7 May 2021, 06:37 PM

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে এবার ঈদুল ফিতরের ছুটিতে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দিয়েছে সরকার।

সেই নির্দেশনা অনুসরণ করে বিজ্ঞপ্তিতে বলা হয়,“আসন্ন ঈদুল ফিতরের ছুটিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অতিজরুরি প্রয়োজন এবং কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।”

বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী ১১ মে থেকে ৩০ মে পর্যন্ত ২০ দিন ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। তবে অফিস ছুটি ১৩ মে থেকে ২০ মে পর্যন্ত।

প্রয়োজনে এই ছুটি কমিয়ে আনা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।