মহামারী: সামার সেমিস্টারেও শিক্ষার্থীদের সহায়তা দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ের সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের সামার-২০২১ সেমিস্টারেও অর্থ সহায়তা দেবে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2021, 03:20 PM
Updated : 4 May 2021, 03:20 PM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানুষের আর্থ-সামাজিক অবস্থার ওপর মহামারীর প্রভাব বিবেচনা করে উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চ্যাং ‘স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড’ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

এর আওতায় প্রত্যেক শিক্ষার্থী নন-টিউশন ফি এর ক্ষেত্রে শতভাগ ওয়েভারসহ ১০ শতাংশ টিউশন স্কলারশিপ পাবেন।

এছাড়া সীমিত সংখ্যক শিক্ষার্থী প্রয়োজনের ভিত্তিতে ১০ শতাংশ থেকে শতভাগ পর্যন্ত টিউশন স্কলারশিপের সুবিধাও পেতে পারেন।

করোনাভাইরাস সংক্রমণের শুরুর দিকে সামার-২০২০ সেমিস্টারে শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ব্র্যাক বিশ্ববিদ্যালয় জানিয়েছে, গত তিন সেমিস্টারে শিক্ষার্থীদের ৬৬ কোটি টাকার সহায়তা প্রদান করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি।

‘স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড’ চালু রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চ্যাং বলেন, “এই সংকটকালে শিক্ষার্থীদের কল্যাণে সবসময় একধাপ এগিয়ে কিছু করার চেষ্টা করেছি আমরা।”