কোভিড-১৯: ঢাবির সাবেক অধ্যাপক আব্দুর রহমানের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক মো. আব্দুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2021, 11:04 AM
Updated : 30 April 2021, 11:04 AM

শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু বলে গণিত বিভাগের অধ্যাপক শহীদুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "উনার মরদেহ গ্রামের বাড়ি নরসিংদী নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বিকেলে জানাজা শেষে দাফন হবে।"

আব্দুর রহমানের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে নির্ধারিত সময় শিক্ষকতা শেষে সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আব্দুর রহমান।

গণিতের ওপর তার লেখা কয়েকটি বই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ানো হয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এক বিবৃতিতে বলেছেন, “বিশ্ববিদ্যালয়ে উনার অবদান অপরিসীম।”

উপাচার্য মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।