সিমাগো র‌্যাঙ্কিং: দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষে পাঁচে এশিয়া প্যাসিফিক

সিমাগো ইনস্টিটিউশনসের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2021, 04:21 PM
Updated : 20 April 2021, 04:21 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, এই র‌্যাঙ্কিংয়ে এশিয়া প্যাসিফিক দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে পঞ্চম এবং দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯তম স্থানে রয়েছে।

এছাড়া ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ৮৩৭তম এবং এশিয়ায় ৪৫৮তম অবস্থানে রয়েছে।

স্পেনভিত্তিক আন্তর্জাতিক র‌্যাঙ্কিং প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশনস বিজ্ঞান গবেষণায় ভূমিকার জন্য ২০০৯ সাল থেকে প্রতি বছর এই র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক বলেছে, তাদের কম্পিউটার সায়েন্স বিভাগ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে একাদশ, এনার্জিতে দ্বাদশ এবং পুরকৌশলে দ্বাদশ স্থানে আছে।

বিশ্বের সাড়ে সাত হাজারের বেশি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ২০২১ সালের এই তালিকায় জায়গা পেয়েছে।

বিজ্ঞান বিষয়ক প্রকাশক এলসেভিয়ারের মালিকানাধীন স্কপাস ডেটাবেইজে কমপক্ষে ১০০টি গবেষণা প্রকাশিত হয়েছে, এমন প্রতিষ্ঠানগুলোকেই র‌্যাঙ্কিং-এ বিবেচনায় নেওয়া হয়েছে।