পানি দূষণ রোধে কক্সবাজার শরণার্থী ক্যাম্পে গবেষণা প্রকল্প

জলাশয়ের পানির পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত, ভূগর্ভস্থ পানির উপর চাপ কমানো এবং পানির গুণগত মান উন্নত করতে কক্সবাজারের কুতুপালং মেগা ক্যাম্পের ক্যাম্প-৪ এর জলাশয়ে ‘ফ্লোটিং ওয়েটল্যান্ড কনসেপ্ট’ নামের একটি প্রকল্প পরিচালিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2021, 05:52 AM
Updated : 12 April 2021, 05:52 AM

জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সহযোগিতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্সেস স্টাডিজ (সিএনআরএস) এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর প্রাক্তন শিক্ষার্থী নাদিম হোসেন আদরের নেতৃত্বে একদল প্রকৌশলী এবং পরিবেশবিদ পাইলট এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই দলের অন্যতম দুই সদস্য জিহান এবং মালিহা। ভবিষ্যতে সবগুলো ক্যাম্পে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে তাদের।

এই ‘ফ্লোটিং ওয়েটল্যান্ড কনসেপ্ট’ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অধ্যাপক ও বাংলাদেশ একাডেমি অফ সাইন্সের এসোসিয়েট ফেলো অধ্যাপক ড. তানভীর ফেরদৌস সাঈদ বাংলাদেশে প্রথম প্রয়োগ করেন।

তিনি এবং তার গবেষণার দল এ নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রবন্ধও প্রকাশ করেছেন।

এই ফ্লোটিং সিস্টেম কক্সবাজারসহ সারা দেশের দূষিত জলাশয় শোধনে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অধ্যাপক তানভীর।