নেপালের রাষ্ট্রপতি, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্র্যাক উপাচার্যের সাক্ষাত
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2021 06:48 PM BdST Updated: 31 Mar 2021 06:48 PM BdST
-
বাঁয়ে: ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সাথে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ভিনসেন্ট চ্যাং। ডানে: নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারীর সাথে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ভিনসেন্ট চ্যাং ও ইন্টারন্যাশনাল অফিসের কর্মকর্তারা।
নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের বাংলাদেশ সফরের সময় তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চ্যাং।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে অংশ নিতে গত সপ্তাহে বাংলাদেশে আসেন প্রতিবেশী দুই দেশের দুই নেতা।
তখনই তাদের সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির ভিসির সৌজন্য সাক্ষাত হয় বলে ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন উপাচার্য প্রফেসর চ্যাং। নেপালের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় উপাচার্য ছাড়াও ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল) জনাথন কার্টমেল উপস্থিত ছিলেন।
কার্টমেল বলেন, ব্র্যাক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত নেপালি এবং ভুটানি শিক্ষার্থীদের পাঠানো স্বাগত বার্তার প্রশংসা করেছেন দুই দেশের শীর্ষ দুই নেতা।
“বাংলাদেশ দুটি দেশের শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে আকর্ষণীয় হয়ে উঠছে বলেও জানিয়েছেন দেশ দুটির শীর্ষ এই দুই নেতা।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই নেতাই তাদের নিজ দেশের শিক্ষার্থীদের কল্যাণমূলক বিভিন্ন দিক এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপস্থিতি কীভাবে শিক্ষালাভের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করছে তা নিয়ে আলোচনা করেন।
“আলোচনায় ব্র্যাক ইউনিভার্সিটি এবং নেপাল ও ভুটানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে কর্মসূচি চলমান রাখার আশাবাদ ব্যাক্ত করা হয়।”
-
সিমাগো র্যাঙ্কিং: দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষে আইইউবি
-
সিমাগো র্যাঙ্কিং: দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষে পাঁচে এশিয়া প্যাসিফিক
-
স্টামফোর্ডে ভার্চুয়াল বৈশাখী আড্ডা
-
ব্র্যাক ইউনিভার্সিটির প্রথম ভাইস-প্রেসিডেন্ট রিসার্চ অধ্যাপক ডৌমানিডিস
-
পানি দূষণ রোধে কক্সবাজার শরণার্থী ক্যাম্পে গবেষণা প্রকল্প
-
জাবির দাপ্তরিক ও শিক্ষা কার্যক্রম চলবে অনলাইনে
-
এমবিবিএস ফাইনাল প্রফ পরীক্ষা স্থগিত
-
উচ্চশিক্ষায় স্টেট ইউনিভার্সিটির ‘প্রান্তিক প্রসার’ প্রকল্প
-
সিমাগো র্যাঙ্কিং: দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষে পাঁচে এশিয়া প্যাসিফিক
-
সিমাগো র্যাঙ্কিং: দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষে আইইউবি
-
ব্র্যাক ইউনিভার্সিটির প্রথম ভাইস-প্রেসিডেন্ট রিসার্চ অধ্যাপক ডৌমানিডিস
-
স্টামফোর্ডে ভার্চুয়াল বৈশাখী আড্ডা
-
পানি দূষণ রোধে কক্সবাজার শরণার্থী ক্যাম্পে গবেষণা প্রকল্প
-
শহীদ বুদ্ধিজীবী ডা. মোর্তজার নামে ঢাবিতে ভবনের নামকরণ দাবি
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ