উচ্চশিক্ষায় স্টেট ইউনিভার্সিটির ‘প্রান্তিক প্রসার’ প্রকল্প

দেশের গ্রামীণ ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সু্যোগ করে দিতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) ‘প্রান্তিক প্রসার’ নামে প্রকল্প গ্রহণ করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2021, 09:22 AM
Updated : 27 March 2021, 09:22 AM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি এই বিশ্ববিদ্যালয় জানায়, প্রকল্পের আওতায় সমাজের পিছিয়ে পড়া শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যারা উচ্চশিক্ষা লাভে আগ্রহী তাদের নানা সু্যোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

কেবল আর্থিক সামর্থের অভাবে মেধাবী শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, এই উদ্দেশ্যেই প্রকল্পটি চালু করা হয়েছে।

প্রকল্পের অধীনে সারা দেশকে মোট ৩২টি শ্রেণিতে ভাগ করে ৩২টি গ্রুপের আওতায় মেধাবী শিক্ষার্থী সংগ্রহের কাজ চলছে।

প্রকল্পের আওতায় চলতি স্প্রিং সেমিস্টারে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভর্তি হবে, আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

স্প্রিং সেমিস্টারে আগামী ৩১ মার্চ পর্যন্ত এ প্রকল্পের অধীনে ভর্তি হওয়া যাবে।

তবে মে থেকে শুরু হতে যাওয়া সামার সেমিস্টারের জন্যও এর অধীনে ভর্তি নেওয়া হচ্ছে।

এসইউবি’র ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) সমন্বয়াধীন প্রকল্পের মূল পৃষ্ঠপোষক ও তত্ত্বাবাধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ট্রাস্টি বোর্ডের সভাপতি এ এম শামীম, সহ-সভাপতি মাহবুবুর রহমান ও উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল কবির।

প্রান্তিক প্রসার প্রকল্পের আওতায় স্টেট ইউনিভার্সিটিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা এসইউবির ফেইসবুক পেইজ www.facebook.com/subedbd, ইমেইল: cdc@sub.edu.bd অথবা ০১৭৬৬৬৬৩২৪৭ নম্বর এ যোগাযোগ করতে পারেন।