বিশ্ববিদ্যালয় মার্চেই খোলার দাবিতে জগন্নাথে মানববন্ধন

মার্চের প্রথম সপ্তাহে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2021, 11:52 AM
Updated : 28 Feb 2021, 11:52 AM

রোববার দুপুরে পুরান ঢাকায় বিশ্ববিদ্যালয়টি শহীদ মিনার চত্বরে তারা মানববন্ধন করেন। তাতে অংশ নিয়ে দ্রুত ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম চালু করার দাবি জানান শিক্ষার্থীরা।

‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে করা এই মানববন্ধনে অংশ নেওয়া ছাত্র অধিকার পরিষদের প্রচার সম্পাদক একেএম রাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবকিছু যেখানে চলতেছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ রাখা হবে? ঈদের আগে আমাদের মিডটার্মগুলো নিয়ে নেওয়া হোক আর ক্লাস শেষ করা হোক। আমরা ইদের পরে পরীক্ষায় বসতে চাই।”

করোনাভাইরাস মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের শি্ক্ষাপ্রতিষ্ঠানগুলো।

পরিস্থিতির উন্নতি ও টিকাদান শুরুর পর ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। তবে তার আগে ৩০ মার্চ খুলছে স্কুল ও কলেজ।