শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত: ইউজিসির ‘স্বীকৃতি পেল’ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি

বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বলেছে, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতে তারা ‘আন্তর্জাতিক মানের’ বলে স্বীকৃতি এসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক প্রতিবেদনে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2021, 05:52 PM
Updated : 20 Jan 2021, 05:52 PM

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এই স্বীকৃতি এসেছে বলে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

“ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশসহ দেশের ৪৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের আন্তর্জাতিক মান বজায় রাখতে সক্ষম হয়েছে।”

‘ভবিষ্যত বিশ্বের জন্য শিক্ষা’ স্লোগান নিয়ে ২০০২ সালে যাত্রা শুরু করে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। এ ইউনিভার্সিটিতে বর্তমানে ১৪টি বিভাগের অধীনে ২৮টি প্রোগ্রামে শিক্ষা কার্যক্রম চলছে।